
সংবাদ বিজ্ঞপ্তি :
বুধবার (১৬ জুলাই) মোহনপুর উপজেলা প্রশাসনিক হলরুমে নারীদের অংশগ্রহণে নাগরিক অধিকার ও সুশাসন নিশ্চিত করতে দিনব্যাপী সিটিজেন মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র সহযোগিতায়- নাগরিকতা: সিভিক অ্যানগেজমেন্ট ফান্ড (সিইএফ) এর আওতায় লাইট হাউজ কনসোর্টিয়াম প্রশিক্ষণ আয়োজন করে।
মোহনপুর উপজেলার ধুরইল, মৌগাছি, বাকশিমইল এবং জাহানাবাদ ইউনিয়নের নারী ফোরাম, উপজেলা নারী ফোরাম, সংরক্ষিত নারী ইউনিয়ন পরিষদ সদস্য, আদিবাসী ও প্রতিবন্ধীনারীসহ ২৪জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা। এ সময় তিনি বলেন, “নাগরিক প্রশ্ন করলেই জবাবদিহিতা শুরু হয়, আপনারা আজ সেই সাহসী পথে হাঁটলেন।” নাগরিকদের সহযোগিতার জন্যই প্রশাসন। প্রান্তিক মানুষকে এগিয়ে নিতে সমাজের সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম এবং যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা প্রশিক্ষণে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন নাগরিকতা প্রকল্পের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর সিদ্দিকুল আলম মামুন ও প্রকল্প কর্মকর্তা সানজিদা নাসরিন। প্রশিক্ষণ আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সমন্বয়কারী হৈমন্তি পাল।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা হাতে-কলমে সামাজিক নিরীক্ষা, কমিউনিটি স্কোরকার্ড, পাবলিক হিয়ারিং কীভাবে স্থানীয় সেবা পর্যবেক্ষণে কার্যকর হতে পারে, তা অংশগ্রহণমূলক প্রক্রিয়াই এবং দলীয় আলোচনায় উপস্থাপন করেন। এসময় অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিবন্ধী নারী করিমা খাতুন বলেন, “আজ বুঝতে পেরেছি আমারও অধিকার আছে, উন্নয়ন কাজের হিসাব চাইবার।
আগে কখনো জানার বা অংশগ্রহণের সুযোগ ছিলোনা। এই প্রশিক্ষণে অংশগ্রহণ আমার জ্ঞান ও চিন্তার বিকাশ ঘটাতে সহায়ক হিসেবে কাজ করেছে। প্রশিক্ষণে অংশগ্রহণের ফলে নারীরা আরো আত্মবিশ্বাসী হয়েছেন এবং নাগরিক অংশগ্রহণে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়েছেন।