বগুড়া জেলার কাহালু উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে লাইট হাউজের আয়োজনে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫ সকাল ৯ টায় এনজিও লাইট হাউজের আয়োজনে “কৃষকদের জন্য প্রযুক্তি-ভিত্তিক ও টেকসই কৃষি পদ্ধতি উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস প্রকল্প” বাস্তবায়নের লক্ষ্যে কাহালু উপজেলা কৃষি অফিস সভাকক্ষে কৃষকদের প্রশিক্ষনের আয়োজন করা হয়।

কৃষকদের উক্ত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি অফিসার মোসাঃ জান্নাতুল ফেরদৌস।
কৃষি অফিসার কৃষক প্রশিক্ষনের উদ্বোধন ঘোষনা করেন। এবং তিনি বলেন, দেশের কৃষি অফিস সমূহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষকদের সহযোগিতা ও সহায়তা প্রদান করে আসছে। তিনি এলাকার কৃষকদের জানান যার যে কোন প্রয়োজনে কাহালু উপজেলা কৃষি অফিসের দরজা সার্বক্ষনিক খোলা থাকবে।
অত্র প্রকল্পের ব্যাপারে তিনি আরও বলেন, যে কোন সহযোগিতা ও পরামর্শে কৃষি অফিস উন্মুক্ত। কৃষিকে তথ্য ভিত্তিক আধুনিকায়নের লক্ষ্যে লাইট হাউজ যে কর্মসূচী বগুড়ার কাহালু উপজেলায় ও নাটোরের সিংড়া উপজেলায় বাস্তবায়ন করছে তা সাধুবাদ পাবার যোগ্য। এসময় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
উক্ত কৃষক প্রশিক্ষণ কোর্সটি ফ্যাসেলিটেট করেন অত্র প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মেহনাজ পারভীন। প্রশিক্ষণে সার্বিক সহায়তা প্রদান করেন প্রশিক্ষণ সহায়ক রাশেদুল হাসান। প্রকল্পের সফল চাষী এ্যাপ বিষয়ক বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের প্রধান মোঃ মনিরুল ইসলাম।
নারী সহিংসতা ও আইনি সহায়তা সম্পর্কিত সেশন প্রদান করেন প্রকল্পের কল সেন্টার ম্যানেজার সালমা খাতুন। প্রশিক্ষণটি দিনব্যাপী পরিচালিত হয়।